স্পোর্টস ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ১০ নম্বর ওয়ার্ড এলাকায় “নয়নশুকা রুপালি সংঘের” উদ্যোগে নয়নশুকা নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ অক্টোবর ২০২০) শুক্রবার রাত ৮ঃ৩০ টার সময় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড এলাকার নয়নশুকা উচ্চ বিদ্যালয়ে উক্ত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
নয়নশুকা নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অত্র এলাকার সমাজসেবক মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গ্রামীন ট্রাভেলস এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ, সাবেক ছাত্রনেতা ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ তোহরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, মোঃ শহীদ, মোঃ জুয়েল রানা, বাসার আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান জিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য যে, টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে একতাই শক্তি দল এবং রানার্স আপ হয়েছে সাদ টেলিকম।