আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে জি-বাংলা চ্যানেলের সবচেয়ে টিআরপি পাওয়া রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’।
আর সেই শো কেন্দ্র করেই বিতর্ক শুরু হয়েছে।
শুরু থেকেই অনুষ্ঠানের বিচারক প্যানেলে যুক্ত ছিলেন রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র।
নতুন মৌসুমে থাকছেন না এদের কেউ।
আর এ বিষয়টিই একেবারে মেনে নিতে পারছেন না জনপ্রিয় এই অনুষ্ঠানের অনেক নিয়মিত দর্শক।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর– এবারের বিচারক প্যানেলে যুক্ত হয়েছেন নতুন তিন মুখ। তারা হলেন টালিউডের দুই চিত্রনায়িকা পাওলি দাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সোহম চক্রবর্তী। মীরের টিমে আরও থাকছেন কমেডিয়ান বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিক।
‘মীরাক্কেল ১০’-এর ফেসবুকে মীরের সমালোচনায় ব্যস্ত থাকতে দেখা গেছে অনেককে।
এক দর্শক লিখেছেন– ‘মীর ভাই, হতে পারে এই অনুষ্ঠান আপনার নামে। আপনি ছাড়া অনুষ্ঠানটি অচল। আপনি না থাকলে এই অনুষ্ঠানের কোনো মানে হয় না। কিন্তু আমরা যারা এত বছর ধরে এই অনুষ্ঠান দেখছি, যে অনুষ্ঠানের সঙ্গে আমাদের আবেগ মিশে আছে, সেই অনুষ্ঠান এভাবে নষ্ট করারও মানে হয় না। আপনাদের বিচারক প্যানেল দেখে হাসব না কাঁদব বুঝতে পারছি না। এরা কি বিচারক? কীভাবে সম্ভব? বিচারক বদল করুন অথবা আরও কয়েক বছর এই অনুষ্ঠান বন্ধই রেখে দিন।’