সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে অফিস সহায়ক পরিচয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলের আসবাবপত্র চুরির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে দুই গ্রুপের দ্বন্দে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাগঞ্জে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ: গর্ত করে মাটি কাটায় বাড়িঘর ও গাছপালা হুমকির মুখে তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি রাশিয়া থেকে ব্যবসা গোটালো টয়োটা চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ইয়াবা উদ্ধার ॥ আটক এক চাঁপাইনবাবগঞ্জে ট্যাংক লরি ঢুকলো বাড়িতে আমি বাচঁতে চাই, প্লিজ আমাকে বাঁচান—সামিয়া চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল  সহ মাদক কারবারী গ্রেফতার।
Large Add

নতুন প্রজাতির সামুদ্রিক মাছ ‘বাংলাদেশিয়াস’ বৈশ্বিক তালিকায়

কয়েকজন প্রাণিগবেষক বঙ্গোপসাগরে কোরাল মাছের প্রজাতি শনাক্তকরণ ও সংরক্ষণ বিষয়ে গবেষণা করার সময় বিশেষ এক ধরনের সামুদ্রিক মাছ খুঁজে পেয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের সামুদ্রিক মাছের তালিকায় যুক্ত হলো নতুন এক প্রজাতি। দেশের নামানুসারে মাছটির নতুন নাম রাখা হয়েছে ‘বাংলাদেশিয়াস’।

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনস থেকে বিশ্বে প্রথমবারের মতো এই সামুদ্রিক মাছের প্রজাতি শনাক্ত করা হয়েছে। এদের দৈহিক গঠন ও বাহ্যিক আকৃতি এবং ডিএনএ বারকোডিং পদ্ধতি ব্যবহার করে প্রজাতিটি শনাক্ত করা হয়। বাংলাদেশের নামের সঙ্গে মিল রেখে মাছটির বৈজ্ঞানিক নামকরণ পোমাসেন্ট্রাস বাংলাদেশিয়াস রাখা হয়েছে। বঙ্গোপসাগরে পাওয়া যায় বলে প্রজাতিটির ইংরেজী নাম দেয়া হয়েছে বেঙ্গল ডেমোইসেলি এবং সেন্টমার্টিনে বসবাসরত মানুষের কাছে মাছটির পরিচিতির ওপর মাছটির বাংলা নামকরণ করা হয়েছে পেট্টলি।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: