সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল সহ আটক-১ শিবগঞ্জে স্বাধীনতা দিবস পালিত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা চাঁপাইনবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গোমস্তাপুরে গনহত্যা দিবস উদযাপন  চাঁপাইনবাবগঞ্জে ডিলারের সহায়তায় টিসিবি পণ্য পাচারের চেষ্টা কালে পণ্য জব্দ : প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় বিতরন নাচোলে গণহত্যা দিবস পালিত ভোলাহাটে পুকুরে ট্রাক উল্টে আহত -৫ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
Large Add

দেশেই হবে রাসায়নিক পরীক্ষা

আন্তর্জাতিক মান অনুসরণ করে বিভিন্নরাসায়নিকের পরিমাপ নিয়ে গবেষণার জন্যসংবিধিবদ্ধ সংস্থা তৈরি করতে গতকালমঙ্গলবার সংসদে একটি বিল পাশ হয়েছে।এসংক্রান্ত ‘বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউটফর কেমিক্যাল মেজারমেন্টস বিল-২০২০’পাশের প্রস্তাব করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীইয়াফেস ওসমান। পরে বিলটি কণ্ঠভোটেপাশ হয়। নতুন এই আইনের অধীনেগবেষণাগার হলে রাসায়নিক পরীক্ষা করতেআর বিদেশে যেতে হবে না, এমনকি অন্যদেশও বাংলাদেশে রাসায়নিক পরীক্ষা করতেপারবে।

বিলে বলা হয়েছে, এটি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রণালয়ের অধীন সংবিধিবদ্ধ ইনস্টিটিউটেরূপান্তরিত হবে, যার প্রধান হবেনমহাপরিচালক। পরিচালনা পর্ষদের সভাপতিহবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব। এইপ্রতিষ্ঠান পরিমাপ ও রেফারেন্স পরিমাণ সেবাদেবে। এছাড়া প্রফিসিয়েন্সি টেস্টিং ও ইন্টার-ল্যাবরেটরি কমপ্যারিজন সেবাও দেবে।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

গাজীপুরের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন ওআবাসনের জন্য পরিকল্পনা নিতে গতকালসংসদে ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২০’পাশ হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফআহমেদ বিলটি পাশের প্রস্তাব করেন। পরে তাকণ্ঠ ভোটে পাশ হয়। বিলে বলা হয়েছে, ২০জনকে নিয়ে এই কর্তৃপক্ষ গঠন করা হবে।কর্তৃপক্ষের একজন চেয়ারম্যান ও চার জনসার্বক্ষণিক সদস্য থাকবেন। মনোনীতরা তিনবছর মেয়াদে এই কর্তৃপক্ষের সদস্য হবেন।চেয়ারম্যান ও সার্বক্ষণিক চার জন সদস্যকেসরকার তিন বছরের জন্য নিয়োগ দেবে। বিলেবলা আছে, পরিকল্পনার বাইরে কেউ জমিব্যবহার করলে ১০ লাখ টাকা জরিমানা হবে।

বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিলপাস

জাতীয় প্রয়োজনে প্রকৌশল বিজ্ঞানেরপ্রায়োগিক ক্ষেত্রসহ সব ধরনের অবকাঠামো,যন্ত্রপাতি, মালামালের নকশা প্রণয়ন, উত্পাদন-রক্ষণাবেক্ষণ ও গুণগত মান নির্ধারণে প্রকৌশলগবেষণায় নতুন আইন করতে গতকাল সংসদেএকটি বিল পাশ হয়েছে। ‘বাংলাদেশ প্রকৌশলগবেষণা কাউন্সিল বিল-২০২০’ নামের এ বিলটিপাশের প্রস্তাব করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীইয়াফেস ওসমান। পরে তা কণ্ঠ ভোটে পাশ হয়।

বিলে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল গবেষণাকাউন্সিল থাকবে। কাউন্সিল পরিচালনায়একটি গভর্নিং বডির প্রস্তাব করা হয়েছে। যারচেয়ারম্যান নিয়োগ দেবে সরকার। এছাড়াএকটি উপদেষ্টা পরিষদ গঠনের বিধান রাখাহয়েছে, যার চেয়ারম্যান হবেন বিজ্ঞান ওপ্রযুক্তিমন্ত্রী। কাউন্সিল তার কাজের সুবিধারজন্য সর্বোচ্চ ছয় সদস্যের একটি বিশেষজ্ঞপ্যানেল গঠন করবে।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: