গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশে তামাক কোম্পানীগুলো চলমান তামাক বিরোধী কোন আইন সঠিক ভাবে মেনে চলছে না। তামাক ব্যবহার হ্রাসের ক্ষেত্রে তামাক বিরোধী সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে তামাক বিরোধী সচেতনতার লক্ষে সরকার, গণমাধ্যম, আন্তর্জাতিক সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলো নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাব্লিউবিবি ট্রাস্ট ও স্থানীয় সংস্থা অগ্রদূত বাংলাদেশ এর সমন্বিত উদ্যোগের প্রেক্ষিতে এলাকায় সচেতনতা এবং আন্দোলন গতিশীল হয়েছে। তবে তামাক কোম্পানীগুলোর আগ্রাসী প্রচারনা এবং উদ্বুদ্ধকরণের প্রেক্ষিতে আগ্রাসী বিজ্ঞাপন আইন সংশোধন জরুরী হয়ে পড়েছে। ২০১৫ সালে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ সংশোধন করা হলেও তামাক কোম্পানীগুলো বিজ্ঞাপন ও প্রচারণা চালিয়ে আসছে। এ দিকে সরকার, বিশ^ স্বাস্থ্য সংস্থা ও তামাক নিয়ন্ত্রণ সংস্থাগুলো কার্যক্রম পরিচালনা করে আসলেও তামাক কোম্পানীগুলো তাদের বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে ভ্রান্ত ধারণা দিচ্ছে। তরুণ ও কিশোরদের সামনে ধূমপান এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। সচেতনমহলের মতে, অনতিবিলম্বে তামাক কোম্পানীগুলোর সকল ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ করা প্রয়োজন। তামাক কোম্পানীগুলো হতে নির্দিষ্ট পরিমান কর আলাদাভাবে সংগ্রহ করে, সরকারীভাবে তামাক বিরোধী প্রচারণা জোরদারেরও দাবী জানান তারা।
তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন! চলছে ধুমপানের বিরামহীন বিজ্ঞাপন
