
নিজস্ব প্রতিবেদক
চাপাইনবাবগঞ্জ সদরে ও ভোলাহাটে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)শনিবার সকালে চাপাইনবাবগঞ্জ জেলা শহরের সেন্টু মাকেটের সামনে ও ভোলাহাট উপজেলা শাখা েপ্রস ক্ললাবের সামনে এ মানববন্ধনের অায়োজন করে।
সকাল 11 টার দিকে জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুজিব মঞ্চে সুশাসনের জন্য নাগরিক( সুজন) উদ্দ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোঃ আসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল , সহ সভাপতি টুটুল রবিউল, সদর উপজেলা সুজনের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক জারিফ হোসেন।এ সময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মাওলানা আবদুল মতিন,জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক পৌর মহিলা কাউন্সিলর শরিফা খাতুন বেবি সহ সুজন এর জেলা নেতৃবৃন্দ । অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক মাসিদুর রহমান মাসুদ।
অপরদিকেভোলাহাট প্রেস ক্লাবের সামনে শনিবার সকাল সাড়ে দশটার সময় একই কারনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল অাহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত জামিল তারেক, সাংগঠনিক সম্পাদক ডাঃ ইসমাইল হক, কার্যকরী নির্বাহী সদস্য রুনান অালী, হাসিবুর রহমান নিলয়, সদর ইউনিয়ন শাখার সভাপতি শাহদাত হোসাই, সাধারণ সম্পাদক অাব্দুল অালিম, জামবাড়ীয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ।দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা। মানববন্ধনে বক্তারা অারও দাবি তুলে প্রধানমন্ত্রীর দৃষ্টি অাকর্ষন করে বলেন অাগামীতে যেন অাইন সংশোধন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়।