সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে অফিস সহায়ক পরিচয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলের আসবাবপত্র চুরির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে দুই গ্রুপের দ্বন্দে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাগঞ্জে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ: গর্ত করে মাটি কাটায় বাড়িঘর ও গাছপালা হুমকির মুখে তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি রাশিয়া থেকে ব্যবসা গোটালো টয়োটা চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ইয়াবা উদ্ধার ॥ আটক এক চাঁপাইনবাবগঞ্জে ট্যাংক লরি ঢুকলো বাড়িতে আমি বাচঁতে চাই, প্লিজ আমাকে বাঁচান—সামিয়া চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল  সহ মাদক কারবারী গ্রেফতার।
Large Add

শিবগঞ্জে চাচার পৈতৃক জমি জালিয়াতি মামলায় ভাতিজা আটক!


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে পৈতৃক জমি জালিয়াতি মামলায় ১ জন কে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
সোমবার ( ২১ সেপ্টম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নির্দেশে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চককীর্তি ইউনিয়নের দুবলী ভা-ার এলাকার জালাল উদ্দীনের (৬০) ছেলে অনিক (৩০) কে আটক করে । এর আগে একই মামলায় জালাল উদ্দিন গ্রেফতার হন।
গত ০২ ফেব্রুয়ারী জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোটে তার ভাই জালাল উদ্দীন ও তার ছেলে অনিকের নামে মামলা দায়ের করে বাদি শাহালাল (৪২)। আর সে মামলায় আদালতের নির্দেশে গ্রেফতার হন বাদীর ভাই জালাল ও তার ছেলে অনিক।
জানা যায়, মামলার বিবাদী জালাল উদ্দীন নিজ পিতার জমি জাল দলিল করে তার ভাই বাদী শাহলালের (৪২) বসত বাড়ি সহ অন্যান্য সম্পত্তি নিজের বলে দাবি করেন। জালাল উদ্দীন দাবি করে, তার পিতা মৃত্যুবরণ করার আগে তার নামে জমি দলিল করে দিয়েছেন। বাদী দলিল দেখতে চাইলে ২৬/০৩/৮৬ তারিখের শিবগঞ্জ সাব রেজিষ্ট্রী অফিসের ৫১৭২/৮৬ নম্বর দানপত্র মূল দলিলের ফটোকপি প্রদান করে। বাদীর সন্দেহ হওয়ায় দলিলের যথাযর্থতা প্রমানের জন্য দলিলের জাবেদা নকল নবাবগঞ্জ সদর সাব রেজিষ্ট্রী রেকর্ড রুম থেকে ৫১৭২/৮৬ নম্বর দলিলের দাতা দেরাশ উদ্দীন ও গ্রহীতা জলেনূর বেগমের চন্ডিপুর মৌজার .০১ একর সম্পত্তি আছে। ৫১৭২/৮৬ নম্বর দলিলে চান্দু মন্ডলের টিপ নম্বর ৬১০২ উল্লেখ থাকলেও রাজশাহী সদর সাব রেজিষ্ট্রী অফিসে রক্ষিত টিপবহি অন্য জনের । অথচ বিবাদী খতিয়ান নং আর/এস ৯৩ হাল দাগ ৪১৪ ও ৪১৫ এর মোট ১.১৮ একর জমি নিজের বলে দাবি করছে।

বাদি শাহালাল দাবী করেন, আমার বড় ভাই জালাল উদ্দিন আমার আব্বার মারা যাবার পর সে দাবি করে আমার বসত বাড়ি সহ অন্যান্য জমি তার নামে লিখে দিয়েছে। অথচ তার কাছে সঠিক কোনো দলিল নাই।
আমার ভাই জালালের নামে ইউনিয়ন পরিষদ ও শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেও সুরাহা পাইনি। বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেছি। জালাল ও তার ছেলে অনিক বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে। সম্প্রতি আমার ভাড়াটিয়ার বাড়ি লুটতরাজ করেছে। তাদের জ্বালায় শান্তিতে বসবাস করতে পারছি না। আমার ভাতিজা রাগি বদমেজাজী আমাকে যখন তখন হুমকি দেয়। আমি ও আমার পরিবার তাদের থেকে মুক্তি চাই।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: