সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে অফিস সহায়ক পরিচয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলের আসবাবপত্র চুরির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে দুই গ্রুপের দ্বন্দে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাগঞ্জে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ: গর্ত করে মাটি কাটায় বাড়িঘর ও গাছপালা হুমকির মুখে তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি রাশিয়া থেকে ব্যবসা গোটালো টয়োটা চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ইয়াবা উদ্ধার ॥ আটক এক চাঁপাইনবাবগঞ্জে ট্যাংক লরি ঢুকলো বাড়িতে আমি বাচঁতে চাই, প্লিজ আমাকে বাঁচান—সামিয়া চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল  সহ মাদক কারবারী গ্রেফতার।
Large Add

চাঁপাইনবাবগঞ্জ সদরে মা ইলিশ সংরক্ষণে অভিযান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার সুন্দরপুর ও নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার দৈর্ঘের ১৬টি অবৈধ কারেন্ট জাল ও ১৫কেজি ইলিশ মাছ জব্দ করেছে সদর উপজেলা মৎস্য দপ্তর। শুক্রবার বিকেল থেকে রাত সন্ধ্যা রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়। জব্দ ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা, নাচোল খামার ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ ও মৎস্য বিভাগের অন্যান্য সহকর্মীরা। সদর উপজেলা মৎস্য দপ্তরের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত টাওয়ারের ঘাট হতে উজানে সুন্দরপুর ও নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৬টি নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ৮ হাজার মিটার এবং মূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা। অভিযানে প্রায় ১৫ কেজি ইলিশ পাওয়া যায়, তা এতিমখানায় বিতরণ করা হয়। আটককৃত জালগুলো টাওয়ারের ঘাটে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: