চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
মুজিব বর্ষ ’২০২০ উদযাপন উপলক্ষে পরিচ্ছন্ন শহর গড়ার জন্য গণসচেতনতা
সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে র্যালি বের করা হয়। রোববার
সকাল ১০টায় র্যালিটি পৌর চত্বর থেকে বের হয়ে শান্তিমোড় হয়ে একই স্থানে
এসে শেষ হয়।
এর আগে র্যালির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ
নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, শহর পরিস্কার রাখতে নির্দিষ্ট স্থানে ময়লা
আবর্জনা ফেলতে হবে। দিনে বেলায় বাড়ির ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা
না ফেলা রাতের বেলায় নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ফুটপাত-রাস্তায় নির্মাণ
সামগ্রী ফেলে প্রতিবন্ধতা সৃষ্টি করা যাবে না। এছাড়া ফুটপাত বা রাস্তা
দখল করে ব্যবসা করা যাবে না, তা অবমুক্ত করা হবে। তিনি আরো বলেন, শহরের
বিভিন্ন রাস্তায় বিলবোর্ড ও ফেস্টুন রয়েছে, যা শহরের সৌন্দর্যকে নষ্ট
করছে। আগামী ২ দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করা না হলে তা অপসারণ করা
হবে। এ শহর আপনার আমার, আপনাদের সহযোগিতায় এ শহরকে পরিচ্ছন্ন ও সবুজ শহর
হিসেবে গড়ে তুলতে চাই।
চাঁপাইনবাবগঞ্জ পরিচ্ছন্ন শহর গড়তে পৌরসভার র্যালি
