চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান প্রকৌশলী মো. নজরুল ইসলাম সেন্টু ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ২৯ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মিরপুরের বাসভবনে ইন্তেকাল করেন তিনি। আজ বাদ এশার ঢাকায় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, পরিচালক ডা. মো. দুররুল হোদা, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টুসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রকৌশলী নজরুল ইসলাম আর নেই
