শিবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদী ও শিবগঞ্জ উপজেলার কুমিরাদহ বিল থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন ৩ দিন নিখোঁজ থাকার পর তার লাশ কুমিরাদহ বিল থেকে পাওয়া গেছে।
উদ্ধার হওয়া লাশটি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাভান্ডার গ্রামের মিজানুর রহমানের ছেলে মোজাহিদের (২৪)।
এদিকে এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর একজনকে আটক করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, রোববার রাত থেকে নিখোঁজ মোজাহিদের লাশ স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বুধবার সকালে মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রাম এলাকায় কুমিরাদহ বিলের কুচরীপানার ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, গত রবিবার রাত ৮টার দিকে শ্যামপুর ইউনিয়নের চামাভান্ডার গ্রামের নইমুদ্দিনের ছেলে মিনহাজুল ইসলাম(২৫) মিজানুর রহমানের ছেলে মোজাহিদ(২২) ও রয়েল এক সাথে মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রাম এলাকায় কুমিরাদহ বিলে যাওয়া মাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দূর্বৃত্ত মিনহাজুল ইসলামকে কুপিয়ে জখম করে। এসময় মোজাহিদুল ইসলাম নিখোঁজ হয় এবং মিনহাজুল ইসলামের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে রয়েল কাউকে কিছু না বলে বাড়িতে গিয়ে ঘুৃমিয়ে পড়ে। এ ঘটনায় গত ৫ অক্টোবর আহতের পিতা আজিজুল ইসলাম বাদী হয়ে রয়েল কে প্রধান আসামী ও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা করেন। মামলা নং ১১/৫৯৩। মামলায় ৬ অক্টোবর রয়েলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রামে মহনন্দা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে।
সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, মরদেহের বুকে একটি ক্ষত চিহ্ন আছে। মরদেহ দেখে মনে হয়েছে ওই ব্যক্তি কয়েকদিন আগে মারা গেছেন।