১১ বছর পর শনিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিজয়ী হয়েছে;চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ শুল্ক স্থলবন্দর এ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে মো. আওয়াল ও সাধারণ সম্পাদক পদে মো. রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে আবদুল আওয়াল ও শওকত জাহিদুল ইসলাম প্রিন্স। সাধারণ সম্পাদক পদে আর. এম রশীদ, রুহুল আমীন ও বাবুল চৌধুরী।এছাড়া সহ-সভাপতি পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ২, সহ-সম্পাদক পদে ৪ ও অর্থ বিষয়ক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
সোনামসজিদ পর্যটন মোটেলে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করা হয়।এদিকে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল গফুর জানান, সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য; গত ৩১ অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আদালতের নিষেধাজ্ঞার কারনে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ৪ নভেম্বর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ৭ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষনা করা হয় ।