চাঁপাইনবাবগঞ্জঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিশু একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ এর উপ-পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
অনুষ্ঠানে শেখ রাসেলের জীবনী নিয়ে বক্তব্য রাখেন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা, সাংবাদিক শহীদুল হুদা অলক, চেম্বার ও কমার্সের পরিচালক শহীদুল ইসলাম, মুক্ত মহাদলের পরিচালক মুসফিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃতি, দেশাত্ববোধক ও জন্মদিনের গান প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
