নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের দল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ০৪ নং ওয়ার্ডের ১৪নং সুন্দরপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১,৯৭০ পিচ ইয়াবাসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু মিয়া (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জহুরপুর চর (বেলপাড়া) গ্রামের গোলাম রব্বানী ও তাজকেরা খাতুনের ছেলে।
অপরদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শাহীবাগে চেকপোষ্ট পরিচালনা করে ৮৪১ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিগণ হচ্ছেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার কাজিপাড়া গ্রামের
মৃত নুরু মিয়ার ছেলে আবুল হোসেন (২৮) ও কুমিল্লা জেলার বিষ্ণপুর গ্রামের আবুল হাসেমের ছেলে মাসুদ রানা (৩০)।
র্যাব-৫, রাজশাহী প্রেস বিজ্ঞপ্তি জানায়,তারা সোনা মসজিদ হইতে ট্রাকযোগে কুমিল্লার উদ্দেশ্যে যাইতেছিল। উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।