বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইনসে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। এ-সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খানসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, এবার এই টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, আরআরএফ, পাবনা ও নওগাঁ জেলা পুলিশ দল। উদ্বোধনী দিনে প্রথম খেলা অনুষ্ঠিত হয় পাবনা বনাম রাজশাহী জেলা দলের মধ্যে। এছাড়াও আরআরএফ বনাম নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ- বনাম নওগাঁ, আরআরএফ বনাম পাবনা, চাঁপাইনবাবগঞ্জ বনাম নওগাঁ জেলা পুলিশ দলের খেলা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট শুরু
