চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৭৩৬ জন। এর মধ্যে স্বুস্থ্য হয়েছেন মোট ৬২২জন। বর্তমানে জেলায় করোনা রোগী ১০০জন। মৃত্যু হয়েছে মোট ১৪ জনের। জেলায় করোনা আক্রান্তের হার অনেকটায় কমেছে, তবে স্বাস্ব্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। আগামীতে আরও একটি কঠিনভাবে আক্রমনের জোর সম্ভাবনা রয়েছে। বিষগুলো নিশ্চিত করে সকলকে স্বাস্থ্য সচেতন থাকার উপর গুরুত্বারোপ করেছেন সিভিল সার্জন। বৃহস্পতিবার বিকেলে জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৭৩৬ জন। স্বুস্থ্য হয়েছেন ৬২২জন। বর্তমানে জেলায় করোনা রোগী ১০০জন। মৃত্যু হয়েছে মোট ১৪ জনের। জেলায় করোনা আক্রান্তের হার অনেকটায় কমেছে। বুধবার বিকেলে ২৬ জনের পরীক্ষায় ২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে আবারও আরও একটি জোরালো ধাক্কা আসবে করোনা ভাইরাসের। এজন্য অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে সকলকে। অন্যথায় চরম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই সকল ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনার চলার জন্য জেলাবাসীকে বিশেষভাবে অনুরোধ জানান সিভিল সার্জন।
চাঁপাইনবাবগঞ্জে মোট করোনা ভাইরাসে আক্রান্ত ৭৩৬
