নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমানের অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের বটতলাহাট এলাকায় জোসনারা ফাউন্ডেশনের অফিসে পর পর দুইটি বোমার হামলা করা হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আলহাজ্ব মোখলেসুর রহমান। তিনি সামাজিক কার্যক্রম জোরদার করার জন্য গড়ে তুলেছেন জোসনারা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা জোসনারা ফাউন্ডেশনের অফিস লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে মারা হয়। এসময় বোমা দুটি অফিসের পেছনের দিকে বিকট শব্দে বিষ্ফোরিত হয়। বোমার শব্দে আতংকিত হয়ে পড়েন এলাকার লোকজন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খানসহ সদর মডেল থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোখলেসুর রহমান বলেন, আমি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছি। আমাকেসহ আমার লোকজনকে ভয় দেখানোর জন্য এই বোমা হামলা করা হয়েছে। যাতে নির্বাচন থেকে আমি সরে যায়।