চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ডেঙ্গু রোগ পতিরোধে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসকক (রাজস্ব) মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, স্থানীয় সরকারের উপ-পরিচালক আনিছুর রহমানসহ সামাজিক সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
এসময় জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে এরধনের উদ্যোগ গ্রহণ করেন সরকার। ডেঙ্গু রোগ প্রতিরোধে আগামীতে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যহত থাকবে। তবে সবাইকে বাড়ির আশপাশ ফুলের টব পরিস্কার রাখতে হবে। তা না হলে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব না।