চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
র্যাব-৫ সিপিসি-১ ক্যাম্পের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মসজিদ পাড়া এবং পুরাতন বাজার এলাকার ২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর ) দুপুরে ভ্রাম্যমান আদালত জেলার কমলাকান্তপুর গ্রামের মৃত-তোসলিম উদ্দিনের ছেলে মোঃ জামাল উদ্দিনের বিসমিল্লাহ প্যাকেজিং কে ৩৫ হাজার টাকা এবং মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ শরিফুল ইসলাম(৪০) এর রাজ্জাক ট্রের্ডাসকে ১৫ হাজার টাকা জরিমানা করে ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল হকের উপস্থিতিত্বে পৌর এলাকার মসজিদ পাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অননুমোদিত মাপের পলিথিন ব্যাগ উৎপাদন করার অপরাধে বিসমিল্লাহ প্যাকেজিং নামক একটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা এবং পুরাতন বাজার এলাকায় ট্রেড লাইসেন্স মেয়াদ উত্তীর্ন হওয়ায় রাজ্জাক ট্রের্ডাসকে ১৯৯৫ সালের এর ৬ (ক) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ সালের ৩৮ এর ৪১ ধারা লঙ্ঘন করার অপরাধে রাজ্জাক ট্রের্ডাসকে ১৫হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।