গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে হবিগঞ্জের ব্যারিষ্টার সুমন একাডেমি ও রহনপুর ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায়, রহনপুর আয়োজিত এ ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। ম্যাচের শুরুতেই বক্তব্য রাখেন হাইকোর্টের আলোচিত ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার সাবেক দুই সাংসদ জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান , রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর থানার (ওসি) মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনসাধারন। খেলায় গোলশূন্য অবস্থায় দু’দল খেলা শেষ করে।
চাঁপাইনবাবগঞ্জে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমির সাথে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
