শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ি গ্রাম থেকে বাল্যবিয়ের দায়ে বিনোদপুর এলাকার মোখলেশুর রহমান মুকুল প্রফেসরের ছেলে সাব্বির আহমেদ পরশ এবং তার সহযোগী খালাত ভাই শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মামুন বিডিআর এর ছেলে বোরহান উদ্দিন দিদারকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মোবারকপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান মিয়া জানান,মোবারকপুর টোলবাড়ি গ্রামের।আব্দুল ফসিদের নাবালিকা মেয়ে সুমাইয়া খাতুনের সাথে পরশের বাল্য বিয়ে হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের একটি প্রতিনিধিদল টোল বাড়ি থেকে তাদের আটক করে। পরে বর পরশকে ৬ মাসের এবং সহযোগী দিদারকে ১মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।