সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল সহ আটক-১ শিবগঞ্জে স্বাধীনতা দিবস পালিত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা চাঁপাইনবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গোমস্তাপুরে গনহত্যা দিবস উদযাপন  চাঁপাইনবাবগঞ্জে ডিলারের সহায়তায় টিসিবি পণ্য পাচারের চেষ্টা কালে পণ্য জব্দ : প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় বিতরন নাচোলে গণহত্যা দিবস পালিত ভোলাহাটে পুকুরে ট্রাক উল্টে আহত -৫ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
Large Add

চাঁপাইনবাবগঞ্জে বখাটেদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন:উত্যক্তে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বখাটের উত্যক্ত করার কারণে আফসানা আকতার মিম ওরফে আঁখি (১৯) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।এদিকে এ ঘচনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বিশ্বরোড এলাকায় শাহীবাগ এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক শাহীন কাউসার, আসিক ইয়াসির, এলাকাবাসীর পক্ষে শাহনেওয়াজ দুলাল, কলেজছাত্রী সুস্মিতা, আত্মহননকারী ছাত্রীর পিতা আইউব আলী, ফুফা সামিউল হক প্রমূখ।

বক্তাগণ অভিযোগ করে বলেন, শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আফসানা আকতার মিম ওরফে আঁখিকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মেথরপাড়া মহল্লার হাবিবুর রহমানের ছেলে ফয়সাল এবং রামকৃষ্টপুর মহল্লার আব্দুল খালেকের ছেলে জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. রিমন। এদের কারণেই আফসানা আকতার মিম ওরফে আঁখি আত্মহত্যা করেছে। এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ উপযুক্ত শাস্তির দাবি করেন বক্তাগণ। ঘন্টা ব্যাপি চলা এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এ ব্যাপারে সদর থানার ওসি(তদন্ত) কবির হোসেন জানান, এ ঘটনায় মৃত আখিঁর পিতা বাদি হয়ে ২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।এ মামলায় পুলিশ ফয়সাল কে গ্রেফতার করেছে আর পলাতক রিমন কে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গতঃ, রবিবার(১ নভেম্বর) দুপুরে রিমন ও ফয়সাল কলেজ ছাত্রী আঁখিকে উত্যক্ত করে এবং অশ্লীল কথাবার্তা বলে। পরে তার মোবাইল ফোনে গালিগালাজও করে রিমন।
এতে ক্ষোভে ও দুঃখে আঁখি দুপুর দেড়টার দিকে নিজ ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় আঁখির পিতা আইউব আলী বাদি হয়ে রিমন ও ফয়সালের বিরুদ্ধে সদর মডেল থানায় রবিবার রাতে একটি মামলা দায়ের করেন।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: