চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়লাভাঙ্গা ইউনিয়নের হরিনগর তাঁতীপাড়া কালী মন্দীর সংলগ্ন তিন রাঁস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার দিবাগত রাত ৯টার দিকে চালানো অভিযানে ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বিশ^াসপাড়ার মৃত নারায়ন সাহার ছেলে শ্রী সোনা সাহা (৩০)। র্যাবের এক প্রেসনোটে গভীর রাতে জানানো হয়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ অক্টোবর শনিবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়লাভাঙ্গা ইউনিয়নের হরিনগর তাঁতীপাড়া গ্রামস্থ কালী মন্দীর সংলগ্ন তিন রাঁস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় আমদানী নিষিদ্ধ ৩৩৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শ্রী সোনা সাহা কে হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
