চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় পৌর এলাকার নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মঈন উদ্দিন মন্ডল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাস।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সদস্য ডা. গোলাম রাব্বানী, জেলা মহিলা যুবলীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সাবেক সম্পাদক আবু সুফিয়ান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ অপু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার শহিদ হোসেন রানা, ১৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. শওকত, আওয়ামীলীগ নেতা আজমল হক রিমন, সদর উপজেলা যুবলীগের সিনয়র সহ সভাপতি শাহনেওয়াজ দুলালসহ পৌর আওয়ামী লীগের কার্য্য নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন ওর্য়াডের সভাপতি ও সম্পাদকগণ।