চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিল সহ ৪ মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার এসব অভিযান চালানো হলেও বিষয়টি নিশ্চিত করা হয় রবিবার সকালে।
গ্রেফতারকৃতরা হলেন,শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের আব্দুল রশিদের ছেলে মো.আহসান আলী (৩৩) , একই এলাকার লক্ষীপুর গ্রামের একরামুলের ছেলে মোঃ মমিন@ ভাদু (২৮) , একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মোঃ সোহবুল হক @ কালু (৩৫) এবং শিয়ালমারা পশ্চিমপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. আশরাফুল ইসলাম(৩৫) ।
তিনটি অভিযানে ৭০০০ পিস ইয়াবা ও ২৩০ বোতল ফেন্সিডিলসহ এদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
রবিবার বেলা ১১ টার দিকে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল ৭ নভেম্বর বিকেলে শিবগঞ্জ উপজেলার পাঁচ নাম্বার বাঁধ থেকে ৫ হাজার পিস ইয়াবা সহ আহসান ও তার সহযোগী ভাদু কে গ্রেফতার করে। অপরদিকে অপর একটি অভিযানিক দল নিজ বাসভবন থেকে ২হাজার পিস ইয়াবা এবং ৮০ বোতল ফেন্সিডিলসহ কালুকে গ্রেফতার করে।
এদিকে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড় হতে পাচারের সময় ১৫০ বোতল ফেন্সিডিলসহ আশরাফুল ইসলাম কে গোয়েন্দা পুলিশের অপর একটি দল গ্রেফতার করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে ঐ প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।