চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবী উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মহানন্দা রক্তের বন্ধন’ এর আয়োজনে দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প হয়েছে। রোববার সকালে চাটাইডুবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটাইডুবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম, সমিতির সদস্য কামাল উদ্দিন(মাস্টার), কাওসার আলীসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মহানন্দা রক্তের বন্ধন সংগঠনের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক ফারুক আহমেদ। চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রুমানা আফরোজ লেয়া ও ডাঃ তৌহিদুল ইসলাম সুজন ৩৪০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।