চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫ নারী জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক সাহিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, জেলা এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, অধ্যক্ষ (অবঃ) রাজিয়া সুলতানা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তসিকুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, কবি ফারুকা বেগমসহ অন্যরা। জেলায় জয়িতা ৫ জন নারী হলেন- সালমা খাতুন, গোমস্তাপুর উপজেলার শোভা রানী মজুমদার, নাচোল উপজেলার জামিলা বেগম, শিবগঞ্জ উপজেলার আলেয়া খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী সদর উপজেলার বিউটি বেগম।
চাঁপাইনবাবগঞ্জে জয়ীতাদের সংবর্ধনা
