চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই করার সময় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার সুন্দরপুর-বাগডাঙ্গা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সদর থানার ওসি মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কিশোর হওয়ায় তাদের নাম-পরিচয় প্রকাশ করতে চান নি। ওসি জানান, পৌর এলাকায় ৮কিশোর শনিবার রাত ১০ টার দিকে ধারালো অস্ত্র নিয়ে সুন্দরপুর-বাগডাঙ্গায় এক ব্যক্তিকে ঘিরে ধরে ছিনতাইয়ের চেষ্টা করে। ওই ব্যক্তির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে ৩ জনকে ধরে ফেলে। বাকি ৫ জন পালিয়ে যায়। পরে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
