নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ৩ নভেম্বর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, কালো ব্যাজ ধারণ, চার নেতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
এদিন সকালে পৌর এলাকার ২নং ওয়ার্ডের শহীদ মনিমুল হক সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন, বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।
শোক শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ফায়ার সার্ভিস মোড়ের বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। শেষে দোয়া করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এ সব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা সাব্বির আহমেদ, কৌশিক আহমেদ, আসাদুজ্জামান আসাদ, নাজমুজ্জামান মাসুম, মোহা. আব্দুল আওয়াল তুষার, ফিরোজ আশেফ স্বচ্ছ, ফয়সাল আহম্মেদ, রমজান ইসলাম সোহানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী। –
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের জেল হত্যা দিবস পালন
