নিজস্ব প্রতিবেদক
ই-কমার্স ভিক্তিক প্রতিষ্ঠান সুপার পাওয়ার কোম্পানি-এসপিসি ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান মো. আল-আমিন প্রধানের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার সকালে জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় এসপিসি ওয়ার্ল্ড লিমিটেডের চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সদস্যবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের সকল নিয়মনীতি মেনেই গত ১০ মাস ধরে ই-কমার্স ব্যবসা পরিচালনা করে আসছে সুপার পাওয়ার কোম্পানি-এসপিসি ওয়ার্ল্ড লিমিটেড। এসময়ে সারাদেশের ২২ লক্ষ ২৭ হাজার গ্রাহকের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ কাজ করছে প্রতিষ্ঠানটি। দেশের বাইরেও বিদেশের বিভিন্ন দেশে প্রায় ৫ লক্ষ কর্মী কাজ করছে। কিন্তু হঠাৎ করেই গত ২ নভেম্বর গ্রাহকের কোন অভিযোগ বা নোটিশ ছাড়ায় রাজধানী ঢাকার কলাবাগানস্থ প্রধান কার্যালয় হতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আল-আমিন প্রধানকে ডিবি পুলিশ আটক করে।
তারা আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কোন কারণ ছাড়াই প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে আটক করে ব্যবসায় পরিচালনার প্রধান মাধ্যম অ্যাপস বন্ধ করে রেখেছে। এতে দেশের ২ লক্ষ ২৭ হাজার ও বিদেশের ৫ লক্ষ গ্রাহক বেকার হয়ে পড়েছে। মানববন্ধনে বক্তারা এসপিসি ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান মো. আল-আমিন প্রধানেরর মুক্তি ও প্রতিষ্ঠানটির অ্যাপস চালু করার জোর দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ই-কমার্স ভিক্তিক প্রতিষ্ঠান সুপার পাওয়ার কোম্পানি-এসপিসি ওয়ার্ল্ড লিমিটেডের চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সদস্য মো. গুলজার, জোবায়ের ইসলাম টমাস, ডা. মো. ইসরাইল হোসেন, নাজমুল হোসেন, আরাফাত হোসেন, নাজনিন খাতুন দিনা, মো. নাসরিনসহ অন্যান্যরা।