নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভার ৮নং ওয়াার্ড থেকে আজ সকালে ৯ জামাতের নেতা কর্মী আটক করেছে নাচোল থানা পুলিশ।
আটক কৃতরা হলো,নাচোল উপজেলার জামাতের সেক্রেটারি বেনীপুর এলাকার আঃরহমানের ছেলে রফিকুল ইসলাম(৪৬),নাচোল পৌরসভার জামাতের আমির,মাদ্রাসা পাড়া জান মোহাম্মদের ছেলে খলিলুর রহমান(৪৫),মাস্টার পাড়ার আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম(৩৮),পণ্ডিত পুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জব্বার(৪২),উওর সাকোপাড়া এলাকার এনামুল হকের ছেলে নাসিরুল্লাহ(৩২),বেনীপুর এলাকার দেরাস আলীর ছেলে রইস উদ্দিন(৪০),নরসিদা বাদ এলাকার নেস মোহাম্মদের ছেলে ইমরান আলী(৪৫),সুকানদীঘি এলাকার জার্জিসের ছেলে নজরুল ইসলাম(৪০),বান্দ্রা এলাকার ইয়াসিন আলীর ছেলে রুস্তুম আলী(৪২)।
নাচোল থানার ওসি জানায়,আজ(১২ সেপ্টেম্বর ২০)সকালে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে বান্দারা জামা মসজিদে ফজর নামাজের পর গোপন বৈঠক করার সময় জামাতের ৯ জন নেতা কর্মীকে আটক করা হয়।এ ঘটনায় নাচোল থানায় বিস্ফারণের একটি মামলা করা হয়েছে।তাদেরকে আজ জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানায় নাচোল থানার ওসি।