গোমস্তাপুর( চা্পাই নবাবগঞ্জ) প্রতিনিধওঃ আমার ৯৩ চাপাইনবাবগঞ্জ জেলা শাখার ৮ ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রহনপুরে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার রহনপুর স্টার পার্কে আয়োজিত দিনব্যাপী এ মিলন মেলায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় এফসি কমিটির সদস্য ও
চাপাই নবাবগঞ্জ জেলার সমন্বয়কারী ও এ্যাডমিন মেসবাহুল হক মেসবাহ, চাপাই নবাবগঞ্জ জেলার বন্ধু পারভেজ আলি, বিপ্লব, আঃওয়াহাব, আবুল কালাম, কহিনুর বেগম, মুনিরা খাতুন, শিবগঞ্জের মশিউর রহমান, বারিউল, শাহিন টিটো, ভোলাহাটের এ্যাডমিন আফরোজ জামান বাবলু, বন্ধু কায়ফুল, রাকিবুল ইসলাম (বুলু), নাচোল ইসাহাক আলী, রুবেল সারোয়ার মাসিদুল, নুরুল, গোমস্তাপুর বন্ধু মুরাদ, আশরাফুল, তৌহিদ খান সহ আরও অনেকে। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।