নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় ও মোবাইল কোর্টের যৌথ অভিযানে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৭ জনকে বিভিন্নস্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নতুনবাজার পুলপাড়ার মৃত আলফাজ খাঁর ছেলে করিম খাঁ (৪০), করিমের স্ত্রী মোসা. রাজিয়া বেগম (৩৩), পৌর এলাকার রাজারামপুরের মৃত খলিল উদ্দিনের ছেলে খোকন (২৬), উপরাজারামপুর এলাকার সাদেকুল ইসলামের ছেলে ওবাইদুল হক(২০)। বাকি তিন জনের পরিচয় পাওয়া যায়নি।
গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে কারা ও অর্থ দন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে ডিএনসির সঙ্গীয় ফোর্স অভিযানগুলো চালায়। ডিএনসির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। ১৩ সেপ্টেম্বর রোববার এ সব অভিযান চালানো হয়।-
চাঁপাইনবাবগঞ্জে অভিযানে মাদকসেবন ও বিক্রির অপরাধে ৭ জনকে জেল জরিমানা
