নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর)গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবী নিহত ব্যাক্তি মাদক চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছে।
নিহত ব্যক্তি মো: রফিকের ছেলে বাদশা(২২)।
স্থানীয়দের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে নিহত ব্যক্তি জেলার সীমান্ত পিলার ৩এস ও ৪এস পিলারের মধ্য দিয়ে ভারতে মাদক চোরাচালান করার সময় ভারতের সবদেলপুর বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই বাদশা মারা যায়।
এ সংবাদ লেখা পর্যন্ত (সকাল ৭টা) নিহতের লাশ কাঁটাতারের বেড়া সংলগ্ন বাংলাদেশ প্রান্তে একটি গর্তে পড়ে ছিল এবং ভারতীয় ভ’খন্ডে বিএসএফ সদস্যদের লাশ টি পাহারা দিতে দেখা গেছে।
এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সাথে যোগাযোগ করাা হলে তিনি জানান, বাংলাদেশ ভূখণ্ডেচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি বা কোন লাশ উদ্ধার নেই