নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের দেবিনগরে স্থানীয় এলাকার মানুষদের সাথে এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সমাবেশটি হয়।
দেবিনগর গ্রাম বাসীর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শিবগঞ্জ পৌর মেয়র এ আর এম আজরী কারিবুল হক রাজিন। সূধী সমাবেশে সভাপতিত্ব করেন, মো. মাইনুল ইসলাম। আর পরিচালনায় ছিলেন মোহা. নজরুল ইসলাম।
সভায় এলাকার ও দেশের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের খবর বিস্তারিত জানানো হয়। এ ছাড়াও দেবীনগরের উন্নয়নে সকলের সহযোগিতায় কাজ করা হবে বলেও বক্তারা জানায়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের দেবিনগরে সূধী সমাবেশ
