নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. লালচান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর ফাঁড়ি পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত লালচান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের আরামবাগ মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে আরামবাগ সাগর সার্ভিসিং দোকানের সামনে থেকে দুটি প্যাকেটে রক্ষিত অবস্থায় ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে লালচানকে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।