সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে অফিস সহায়ক পরিচয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলের আসবাবপত্র চুরির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে দুই গ্রুপের দ্বন্দে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাগঞ্জে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ: গর্ত করে মাটি কাটায় বাড়িঘর ও গাছপালা হুমকির মুখে তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি রাশিয়া থেকে ব্যবসা গোটালো টয়োটা চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ইয়াবা উদ্ধার ॥ আটক এক চাঁপাইনবাবগঞ্জে ট্যাংক লরি ঢুকলো বাড়িতে আমি বাচঁতে চাই, প্লিজ আমাকে বাঁচান—সামিয়া চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল  সহ মাদক কারবারী গ্রেফতার।
Large Add

গৌড়বার্তায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো কানসাট পোষ্ট অফিসের সামনের সেই রাস্তা

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-শ্যামপুর আঞ্চলিক সড়কের কানসাট পোস্ট অফিসের সামনে রাস্তার বেহাল দশা শিরোনামে গৌড়বার্তায় প্রকাশ করা হয়।এরই ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর শাহাবাজপুর কলেজে যাওয়ার সময় কানসাট পোস্ট অফিসের সামনের ভাঙা ও ডোবা রাস্তাটি পরিদর্শন করেন ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি এবং সঙ্গে সঙ্গে রাস্তাটি সংস্কারের নির্দেশ দেন সাবেক ছাত্রনেতা বতর্মান শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে,হাফিজ এমপিিি’র নির্দেশনা পেয়ে তাৎক্ষণিক সংস্কারের ব‍্যবস্থা করেন ।পরে সর্বক্ষন হাফিজকে ফোন দিয়ে রাস্তাটি সংস্কারের খোঁজ খবর নেয়ার পর ৫ অক্টোবর রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হয়।

এ বিষয়ে সাংসদ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি বলেন,বর্ষার জন্য আপাতত এই রাস্তাটি সংস্কার করা হলো,বর্ষা পরবর্তী সময়ে রাস্তাটি পূর্ণ নির্মাণের ব‍্যবস্থা করা হবে।

রাস্তাটি সংস্কারের বিষয়ে এক পথচারি বলেন,এই রাস্তা ভেঙ্গে যাওয়ায় আমাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছিলো এমনকি অটো,আমের ভ‍্যান ছোট ছোট যানবাহনগুলো উল্টে আর্থিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হয়েছে,এমতঅবস্থায় রাস্তাটি সংস্কার করায় সংসদ সদস্য কে ধন্যবাদ জানান।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: