গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রহনপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত সাজাহান আনসারী মামলত এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার সকালে নিজ বাসভবনে কোরআনখানি , কবর জিয়ারত, স্মরণসভা ও দোআ খায়ের অনুষ্ঠিত হয়। বিকেলে কাজিগ্রাম শাহজামাল আনসারী মেমোরিয়াল স্টেডিয়াম সংলগ্ন গোলঘরের সামনে রহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন রহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য যথাক্রমে জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল,সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ,রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রাব্বানী বিশ্বাস,জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হালিমা খাতুন, রহনপুর ইউপি চেয়ারম্যান ও প্রয়াতের ভাই শফি আনসারী,আলীনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম,যুবলীগ নেতা মোমিন বিশ্বাস,উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস,
রহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী। স্মরণসভা শেষে দোআ খায়ের অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুরে সাজাহান আনসারী মামলতের ১ম মৃত্যু বার্ষিকী পালিত
