ফ্রান্সের গির্জায় গলা কেটে খুনের রেশ কাটতে না কাটতে, এ বার তলোয়ার নিয়ে হামলা কানাডায়। কানাডার ওল্ড কিউবেকে রবিবারের এই হামলায় নিহত অন্তত ২ জন। আহত ৫। পুলিশ আততায়ীকে গ্রেফতার করেছে।
কিউবেক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন স্থানীয় পার্লামেন্ট ভবনের কাছে ওই হামলার ঘটনা ঘটে। জনবহুল এলাকায় মধ্যযুগীয় ধাঁচের পোশাক পরা এক যুবক নির্বিচারে তলোয়ার চালাতে শুরু করে। তাতেই মৃত্যু হয়েছে ২ জনের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করা হয়েছে। তাঁদের অনেকেই গুরুতর জখম। পুলিশ স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘরে থাকার পরামর্শ দিয়েছে।