সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি’র অভিযান \ ৪০ কেজি গাঁজাসহ আটক-২ আর্ন্তজাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগ গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  সীমান্তে কান্নাকাটির মেলার অনুমতি দেয়নি বিএসএফ পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির উদ্বোধন
Large Add

কানসাট পোস্ট অফিসের সামনে রাস্তার বেহাল দশা : হাজারো মানুষের দুর্ভোগ চরমে

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-শ্যামপুর সড়কের কানসাট পোস্ট অফিসের সামনে রাস্তার বেহাল দশা। সড়কের দু’পাশের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তায় বৃষ্টির পানি জমে সকড়ের উপকরণ পিচ-পাথর উঠে রাস্তা ভেঙে পড়ে গর্তে পরিণত হয়েছে। এর ফলে প্রতিদিন ঘটছে ছোট ছোট দূর্ঘটনা।
প্রায় ৮/১০ ফিট গর্তের কারণে কানসাট-শ্যামপুর আঞ্চলিক সড়কের উপর দিয়ে চলাচলে ব্যাপক দূর্ভোগে পড়ছে হচ্ছে কানসাট বিভিন্ন পৃর্ণ বিক্রি করতে আসার বোঝাই ভ্যান-সাইকেল চালকদের। এছাড়াও সাধারণ পথচারীদেরও চরম দূর্ভোগে পড়তে হচ্ছে। এছাড়া এই সড়কের দিয়ে কানসাট, শ্যামপুর, বিনোদপুর, মনাকষা ও মোবারকপুরসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের জনগণ চলাচলে কারণে অত্যন্ত ব্যস্ত এই রাস্তাটি।
কানসাট,শ্যামপুর,বিনাদপুর,মনাকষা,মোবারকপুরের ভ্যান-সাইকেল চালকগণ অভিযোগ করে বলেন, কানসাট পোস্ট অফিসের সামনে রাস্তাটি প্রতি বছর গর্তে পরিণত হয়। জানিনা এই রাস্তাটি কখন মেরামত করা হয়েছে কি না? আমাদের পরিবারের জীবিকা-নির্বাহের জন্য জীবন বাঁজী রেখে বিভিন্ন ইউনিয়নের শেষ প্রান্ত থেকে বিভিন্নধরনের পর্ণ বোঝাই করে ভ্যান-সাইকেলে নিয়ে আসি। কিন্তু এই ভাঙা রাস্তার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এছাড়া ভাঙা রাস্তার কারণে আমাদের ভ্যান,আটো-সাইকেলে চাকা ভেঙে যাচ্ছে।
অন্যদিকে, সাধারণ পথচারীরা বলেন, এই রাস্তাটি বাজারের প্রবেশদ্বার হওয়ায় রাস্তার উপরে বিভিন্ন বোঝাই ভ্যান ও সাইকেল নিয়ে যায়। ফলে রাস্তায় সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। কিন্তু কানসাট পোস্ট অফিসের সামনে ভাঙা রাস্তাটির কারণে অধীক সময় বোঝাই ভ্যান-সাইকেলের চাকা ভেঙে পড়ে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করছি যেনো এই রাস্তাটি দ্রুত মেরামত করে দেয়।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা এলজিইডি কর্মকর্তা জানান, রাস্তার পাশের বাড়ির মালিকরা তাদের ছাদের পানি রাস্তায় নির্গত করছে। ফলে রাস্তায় পানি জমে থাকছে। রাস্তার উপরে জমে থাকা পানি নিষ্কাসনের কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। ফলে রাস্তায় জমে থাকা পানির কারণে রাস্তা ভেঙে যাচ্ছে।
এবিষয়টি আমাদের জানা আছে। আমরা রাস্তা সংস্করণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষে জানিয়েছি। আশা করি, রাস্তাটি দ্রুত মেরামত করা হবে।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: