নিজস্ব প্রতিবেদক
৫ দিন আটকে থাকার পর আমদানীকৃত পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট আমদানীকারকরা।আর যাদের পেঁয়াজ এখনও আটকে রয়েছেন তারা পুঁজি হারিয়ে পথে বসার আশংকা করছেন।
বেলা সোয়া ১১ টার পর আমদানীকৃত পেঁয়াজগুলো খালাসের সময় দেখা গেছে পেঁয়াজের এক তৃতাংশই নষ্ট হয়ে গেছে।
আমদানীকারক খাদিজা এন্টারপ্রাইজের প্রতিনিধি জানান,তার আটকে থাকা ৭ ট্রাক পেঁয়াজের মধ্যে একট্রাকে ৩০ টন বাংলাদেশে প্রবেশ করেছে।যার মধ্যে ১০ টনের মত পেঁয়াজ একেবারে নষ্ট হয়ে গেছে।তিনি আরও জানান, আটকেপড়া বাকী ট্রাকগুলো দ্রুত না আসলেও সেগুলোর মাল পুরোপুরি নষ্ট হয়ে যাবে।এতে করে পুঁজি হারিয়ে স্বর্বশান্ত হয়ে পড়বেন তার মত অনেক আমদানীকারক।
এদিকে জেলার সদর ও শিবগঞ্জের বাজারগুলোতে পেঁয়াজ আমদানীর খবর ছড়িয়ে পড়ার পর এর প্রভাব পড়েছে।স্থানীয় বাজারে কেজি প্রতি ১০ টাকা কমে এসেছে। বাজারে এখন ৫০-৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।