নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উদ্যোগে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনা সচেতনতামূলক টি-শার্ট ও মাস্ক বিতরণ শুরু হয়েছে। সোমবার (9 নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে হরিজন সম্প্রদায়ের মাঝে টি-শার্ট ও মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সাকিব আল রাব্বি । এ সময় সাংবাদিক আহসান হাবীব এবং একেএস রোকন, এনমাসের সাধারণ সম্পাদক সাগর আলী উপস্থিত ছিলেন। পরে ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা একই ধরনের কর্মসূচি পালিত হয় । এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হরিজন সম্প্রদায়ের মাঝে সচেতনতামূলক টি-শার্ট মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক শাকিল রেজার তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উদ্যোগে শিবগঞ্জে সচেতনতামূলক টি-শার্ট ও মাস্ক বিতরণ
