নিজস্ব প্রতিবেদকঃ
আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উদ্যোগে রাজশাহী বিভাগে করোনা সচেতনতামূলক টি-শার্ট ও মাস্ক বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ চত্ত্বরে হরিজন সম্প্রদায়ের মাঝে টি-শার্ট ও মাস্ক বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন হয়। পরে সন্ধ্যায় উপজেলার নিজামপুর ইউনিয়নের আল্পনা গ্রামে আদিবাসীদের মাঝেও টি-শার্ট ও মাস্ক বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আলম খাঁ, এনমাসের সাধারণ সম্পাদক সাগর আলীসহ অন্যান্যরা। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক শাকিল রেজার তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। তিনি জানান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সেক্রেটারি জেনারেল স্যার রাফাল এম ওয়াসিক ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশের পিস অ্যাম্বাসেডর মোহাম্মদ ইলিয়াস সিরাজীর আন্তরিক সহযোগিতায় এ কার্যক্রম রাজশাহী অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। এ বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জের সব উপজেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে ক্রমান্বয়ে পরিচালিত হবে।