শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. নাসিম আলী (৪৫) সম্প্রতি পা ভেঙে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে রোববার (২০ সেপ্টেম্বর) তাকে দেখতে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগ নেতা আনোয়ার হাসান আনু মিঞা। এতে তার সাথে উপস্থিত ছিলেন সহধর্মিনী মোসা. জুথি শাকিরা। এ সময় নাসিমের চিকিৎসা ও শারীরিক খোঁজ খবর নেন এবং তাকে আথির্।কভাবে সহায়তা দেন। উল্লেখ্য, আনোয়ার হাসান আনু মিঞা বর্তমানে চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। তিনি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। গতবারের চককীর্তি ইউপি নির্বাচনে নৌকার টিকিট নিয়ে অল্প কয়েক ভোটের ব্যবধানে পরাজিত হন। এবার আগাম নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন তিনি। বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নে সেবক হিসেবে কাজ করতে প্রত্যয় করেন আগ্রহী চেয়ারম্যান প্রার্থী। তিনি এলাকায় নিয়মিত সাধারণ মানুষদের সাথে যোগাযোগ করে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
অসুস্থ্য নাসিমকে দেখতে রাজশাহী ছুটে গেলেন আনু মিঞা:আর্থিক সহায়তা প্রদান
