গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া রহনপুর-রাজশাহী রুটে চলাচলকারি কমিউটার ট্রেন চালু হতে যাচ্ছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ -২আসনের সাবেক সাংসদ জিয়াউর রহমান সচিবা লয়ে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলে তিনি ট্রেনটি দ্রুত চালুর নির্দেশ দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -১আসনের সাংসদ ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। ট্রেনটি চালু হলে চাঁপাইনবাবগঞ্জ এলাকার বিশেষ করে নওগাঁর দুটি ও চাঁপাইনবাবগঞ্জের চারটি উপজেলার জনসাধারণ উপকৃত হবে। উল্লেখ্য. ট্রেনটি পুনরায় চালুর জন্য গত ২৩ সেপ্টেম্বর রহনপুর উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে রেলমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। রহনপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মামুনুর রশীদ জানান. ট্রেন চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা আমরা পাইনি তবে এ বিষয়ে দুই-একদিনের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিবেন। রহনপুর উন্নয়ন আন্দোলনের মুখপাত্র নাজমুল হুদা খান রুবেল জানান. ট্রেন চালুর বিষয়ে রেলমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়িত হলে রহনপুর -রাজশাহী রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
অবশেষে রেলমন্ত্রীর হস্তক্ষেপে রহনপুর-রাজশাহী রুটে চালু হচ্ছে ট্রেন
