পবিত্র ইদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা ৯ নম্বর ব্লক পুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুর রাজীব রাজ এবং চককীত্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান অানু মিঞা।
তারা বলেন, ঈদ মানে আনন্দ পবিত্র ঈদুল আযহা প্রতিবছর আমাদের জন্য নিয়ে আসে আনন্দের নতুন বার্তা। ঈদ আমাদের মুসলিমদের জন্য জাতীয় উৎসব। তাই আমাদের জীবনে বিদ্যমান অশান্তি দূর করায় আমরা নিতে পারি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। যদি তা সম্ভব হয়, তবে এই জাতীয় উৎসব আমাদের জীবনের সর্ব ক্ষেত্রে আনন্দ বয়ে আনবে, আর আমাদের সেটাই সবার প্রত্যাশা।
পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।ত্যাগের মহিমায় মহিমান্বিত আল্লাহর সন্তুষ্টি লাভের আসায় প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করাই হলো কোরবানির মূল শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধক পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। যাতে জীবনঘনিষ্ঠ এই উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণীর মানুষ। ধনী-গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে।ঈদ হোক সবার জীবনে আনন্দের উৎস ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব।
পরিশেষে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি দেওয়ার জন্য আহ্বান জানান আনোয়ার হাসান অানু মিঞা ও মোঃ আব্দুর রাজীব রাজু।