সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি’র অভিযান \ ৪০ কেজি গাঁজাসহ আটক-২ আর্ন্তজাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগ গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  সীমান্তে কান্নাকাটির মেলার অনুমতি দেয়নি বিএসএফ পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির উদ্বোধন
Large Add

১৫ আগস্ট খালেদা জিয়াকে উপহার পাঠানোয় দুঃখ প্রকাশ চীনা দূতাবাসের!


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনকে স্মরণ করে ১৫ আগস্ট পালিত জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে উপহার পাঠানোকে ভুল হিসেবে স্বীকার করে নিয়ে চীনা দূতাবাস দুঃখ প্রকাশ করেছে। দূতাবাস বলেছে, বিষয়টির স্পর্শকাতরতা অনুধাবন না করে রাজনৈতিক নেতৃবৃন্দকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর রুটিন কাজের অংশ হিসেবে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছিল। ভবিষ্যতে দূতাবাস এ ব্যাপারে সতর্ক থাকবে।
গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিনে চীনা দূতাবাসের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যুটি চীনা দূতাবাসের কাছে উত্থাপন করে। দূতাবাস জানায়, চীনের জাতীয় নীতি অনুসরণ করে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে বহু বছর ধরে শুভেচ্ছা জানানো হচ্ছিল। এই নীতি অনুসরণ করেই বিএনপি চেয়ারপারসনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছিল। তবে জন্মদিনটি ভুয়া ছিল কি না তা দূতাবাসের জানা ছিল না। এ ব্যাপারে যথেষ্ট খোঁজ-খবর নেয়া হয়নি।
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি চীনা দূতাবাস বঙ্গবন্ধুর প্রতিও শ্রদ্ধা জানিয়েছিল। তবে বিষয়টি নিয়ে সমালোচনা হলে দূতাবাস তাদের অবস্থান পরিষ্কার করে।
সীমা বাড়ল ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: