নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার (জিএম) মেহের কান্তি গুহ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল রেল স্টেশন পরিদর্শন করেছেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন, প্রধান প্রকৌশলী আলফাতা মোহাম্মদ মাসুদুর রহমান।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম রেল মন্ত্রীর সঙ্গে নাচোল রেলস্টেশনের বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় করেন। এর প্রেক্ষিতে বুধবার বিকেল ৫ টায় পশ্চিমাঞ্চলের জিএম মেহের কান্তি গুহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিদর্শনে আসেন। প্রতিনিধি দল সংসদ সদস্যে প্রতিনিধি নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দরুল হুদা ও সভাপতি মোসাদ্দেকুর রহমান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর কামালসহ স্থানীয়দের সঙ্গে নাচোল রেল স্টেশনের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময করেন। এ সময় রেল স্টেশন ভবন, ওভার ব্রিজ, প্লাটফর্ম সেড (যাত্রী ছাউনী), আমনুরা বাইপাসে ঢাকাগামী বনলতা ট্রেনের বিরতির দাবি জানান। প্রেক্ষিতে প্ল্যাটফর্ম সেড দ্রুত নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে জানান পশ্চিম রেলের জিএম মেহের কান্তি গুহ।