শ্যামপুর পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে শ্যামপুর থানায় মামলা করেন। মঙ্গলবার (২২সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। এরপর দুপুরে শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, শিশুটির বাবা ও মা মানুষের বাসাবাড়ির কাজ করেন। সকালে দুজনেই মেয়েকে একা রেখে কাজে বের হয়ে যান। এ সময় তাদের প্রতিবেশী বাশার (১৫) ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে।
তিনি আরও জানান, এসময় শিশুটির চিৎকারে অন্য প্রতিবেশীর এগিয়ে এলে বাশার পালিয়ে যায়। খবর পেয়ে বাবা-মা বাসায় এসে ঘটনা জানতে পারে। এরপর শ্যামপুর থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির বাবা।
অভিযুক্ত বাশার পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।