সর্বশেষ সংবাদ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী
Large Add

শিবগঞ্জ পৌর ডিজিটাল সেন্টারে ই- সেবাঃ থাকছে সেবাগ্রহীতাদের জন্য উপহারও


স্টাফ রির্পোটার,শিবগঞ্জঃ
“বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর” এই স্লোগানকে সামনে রেখে এটুআই এর সার্বিক তত্ত্ববধানে মুজিব শতবর্ষ ই সেবা ক্যাম্পেইন শুরু হয়েছে। গ্রামকে শহরের আদলে গড়ে তুলতেই সরকারের এমন পদক্ষেপ। তাই এখন থেকে কষ্ট করে শহরে না গিয়েই ইউনিয়ন/পৌরসভা ডিজিটাল সেন্টার থেকেই সরকারী বেসরকারী যাবতীয় নাগরিক সুবিধা ভোগ করা যাবে নির্বিগ্নে। তারমধ্যে উল্লেখযোগ্য কিছু সেবাসমূহ হচ্ছে-

পাসপোর্ট এর আবেদন ও ফি জমাদান #ভিসার প্রসেসিং,চেকিং ও ফি জমাদান #বাস, ট্রেন ও বিমানের টিকিট #ড্রাইভিং লাইসেন্স প্রসেসিং # লারনার মাত্র 10মিনিটে #ব্যাংক একাউন্ট খোলা, ডিপিএস খোলা #সকল ধরণের ব্যাংকিং # গোপন নম্বরে বিদেশ থেকে টাকা আদান প্রদান সহ সকল ধরণের অনলাইনে কাজ করা যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা তো থাকছেই।

সোমবার সকালে শিবগঞ্জ পৌরসভায় দেখা যায় সেবা প্রত্যাশীদের ভীড়। িএদের মধ্যে কেউ এসেছেন ভাতা তুলতে,কেউ পাসর্পোটের আবেদনের টাকা জমা দিতে।
এ ব্যাপারে দায়িত্বরত আ: রব জানান, তারা প্রতিদিন অন্তত শতাধিক ব্যক্তিকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছেন। কাংখিত সরকারি বা বেসরকারি সেবা পেতে তিনি শিবগঞ্জ পৌরসভা ডিজিটাল সেন্টারে কোন দুর্ভোগ ছাড়ায় চলে আসার অনুরোধ জানান।সেবাগ্রহীতাদের আন্তরিকভাবে সুন্দর পরিবেশে সেবা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন মজিবর্ষ ই সেবা ক্যাম্পেইন উপলক্ষে যারা ভোটার হয়নি তাদের জন্য জন্মনিবন্ধন কপি, বাবা মায়ের আইডি কার্ড ও যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে তবে তা নিয়ে আসলে কোন খরচ ছাড়ায় ভোটার হিসেবে নিবন্ধন করে দেয়া হচ্ছে।পাশাপাশি ১০ নভেম্বরের মধ্যে ই সেবা গ্রহণ করলে একটি করে গিফট পাবেন সেবাগ্রহীতারা।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: